মাছ আর কাছিম(কচ্ছপ)

মাছ আর কাছিম(কচ্ছপ)
___নিয়াজ মাহমুদ

ছোট ছোট মাছেরা
কাছিমকে কয়;
জানিস কি এ’জগতে
থাকিস ডাঙায়।

প্রথম এসেছ বুঝি
আচানক জলে!
বল দেখি জুনিয়র
লোহা কাকে বলে?

আচমকা কাছিমের
মাথা ঘুরায়!
আনমনে ভাবিতেছে
মাছে কিতা কয়।

এমন কি লোহা আছে
পানির ভিতর,
মৎস মহলে কেন
এত তোল-পার।

একদা সময় করে
কাছিম সুদায়,
“দেখাও তো সিনিয়র
লোহা কারে কয়”।

বড় করে আয়োজন
ঘাটের কোনায়!
মাছের সমন্ত সমেত
সেথা পৌছায়।

কাছিম হাসিয়া কয়
লোহা তবে এই!
এমন তামাসা আর
এ জগতে নেই।

জল থেকে শুরু করে
দূর থেকে দূরে,
পঁচাশি বছরে গেলাম
বহুবার ঘুরে।

ছোট,ছোট বরসিতে
এত আয়োজন!
বড়,বড় দাও-বটি
কিবা প্রয়োজন।

কি আর দেখেছ লোহা
কিসের বড়াই।
সামনে এখনো বাকী
লোহার কড়াই।

ছোট এ জীবনে মাছ,
কি দেখিলে আর?
একটু সবুর করো
পাবে দেখিবার।

0.00 avg. rating (0% score) - 0 votes