অভিমানি

অভিমানি………
একফালি চাঁদের হাসিতে ফুল হাসে, হেসে কুটি কুটি তারা, কোন ভাষা নেই তাতে, এক ফালি রোদ এসে ছুয়ে দিয়ে যায়, নয়নের ঝরা জলগুলো সাথে নিয়ে যায়, এক টুকরো মেঘ এসে ঘিরে রাখে ছায়া হয়ে, বিমর্ষ মনের আকুতিতে ঝরে বর্ষা হয়ে, এক পশরা বৃষ্টিতে ভিজে নয়নের জল, এক পলক চাহনিতে চোখ দুটো টলমল, একটু মিষ্টি হাওয়া এসে ছুয়ে দেয় তাকে, দুষ্টু ঝড়ো হাওয়ারা খেলা করে তার এলোকেশে, একটু একটু অব্যক্ত ভাষা ছুয়ে যাই মনকে, আখি পানে লেগে আছে শরতি হেমন্তে, পিছুপানে চেয়ে আছে অপলোকে অদুরে, টানাটানা আখি ভরা ছলোছলো নজরে, ও ফুলেরা আসোনা অভিমানির খোপাতে, এক ঝলক হাসি এনে দাওনা তার ঠোটেতে! প্রিয় সে অভিমানি, কথা যে বলেনা, তোতা পাখি আধো আধো তবুও মান ভাঙ্গেনা! কি করে বোঝায় তাকে কত যে ভালোবাসি! কিছুতেই বুঝেনা সে বড়ই অভিমানি!!!

0.00 avg. rating (0% score) - 0 votes