সমস্ত দিন শেষে সন্ধ্যা নামে আকাশের তলে।কিছু মুখ আর মুখোছ ফির করে দাঁড়ায় সম্মুখে।আয়নায় দারেলে চেনা যায় আসল মানুষ রে।বেলা শেষে হবে দেখা।কে বলিবে সেদিন আমি বড়।সকলেই হবে এক নাম মানুষ।

 

পৃথিবীর মানুষ গুলো বড় অদ্ভুত। নিজেই ভাল থাকা তাদের কাছে বড় কথা।মানুষ ভুলে যায়। এই পৃথিবী চিরদিন থাকার জন্য নয়।এক দিন তার অহংকার করার কিছু থাকবে না।মাটির মানুষ মাটি হয়ে যাবে।কিছুই সাথি হবে না সেদিন।