সবাই কথা বলে। কেউ কথা রাখেনা।কত বেলা হল কেউ মনে রাখেনা তার হিসাব।অন্ধ দুই নয়ন তাই দেখে ও কিছু দেখেনা হ্রদয়।এমনি করে চলছে মানুষ। কোথায় এর শেষ নেই যানা।
পৃথিবীর মানুষ গুলো সবাই পর।দিন শেষে সবাই একা।নকল হ্রদয় নিয়ে যায় কি? বেচে থাকা যায়।সুখ দুখের সবাই অভিনেতা।
সমস্ত দিন শেষে সন্ধ্যা নামে আকাশের তলে।কিছু মুখ আর মুখোছ ফির করে দাঁড়ায় সম্মুখে।আয়নায় দারেলে চেনা যায় আসল মানুষ রে।বেলা শেষে হবে দেখা।কে বলিবে সেদিন আমি বড়।সকলেই হবে এক নাম মানুষ।
কত পথ পেরিয়ে একলা। তুমি তো আসনি ফি। ফাগুন ধরেছে সে কবে।তুমি তো আসেনি ফিরে। কত ভোর দেখেছে দুই নয়ন।তুমি তো আসনি ফিরে।
পৃথিবীর মানুষ গুলো বড় অদ্ভুত। নিজেই ভাল থাকা তাদের কাছে বড় কথা।মানুষ ভুলে যায়। এই পৃথিবী চিরদিন থাকার জন্য নয়।এক দিন তার অহংকার করার কিছু থাকবে না।মাটির মানুষ মাটি হয়ে যাবে।কিছুই সাথি হবে না সেদিন।