জীবনানন্দ দাশ | কবি ও কবিতার সাম্প্রতিক কবিতা | কবিতা প্রকাশ করতে সাইটে রেজিস্টার করুন
ভেবে ভেবে ব্যথা পাই। জীবনানন্দ দাশের কথা যত ভাবি। তিনি যে বড় কবি, এটা তাঁর জীবদ্দশায় খুব প্রতিষ্ঠিত হয়নি। রোজ বিকালে হাঁটতেন। হাঁটতে হাঁটতেই লেখক সঙ্গীর হাতটা ধরে বলেছিলেন, আমার লেখা কি কিছু হয়েছে? মাত্র ৫৫ বছর বয়সে ট্রামের সঙ্গে একসিডেন্ট করে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর বুদ্ধদেব বসু গিয়েছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্তের কাছে। একটা স্মরণসংখ্যা বের করা হবে। তার জন্য লেখা চাইতে। সুধীন্দ্রনাথ দত্ত বলেছিলেন, যে কবি নয়, তার জন্য স্মরণসংখ্যা করবার দরকার কী? ১৯৫৪ সালে মারা যান জীবনানন্দ। তার মৃত্যুর ৬০ বছর পর আজ আমরা জানি, তাঁর মতো বড়ো কবি পৃথিবীতেই খুব কম এসেছেন। গতকাল ১৭ ফেব্রুয়ারি ছিল জীবনানন্দ দাশের জন্মদিন। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তার মা কুসুমকুমারী দেবী একহাতে খুন্তি এক হাতে কাগজ কলম নিয়ে একান্নবর্তী পরিবারটিকে সামলাতে সামলাতে লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। জীবনানন্দ দাশ কথায় বড় হতে পারেননি। তিনি কথা বলতে পারতেন না। বরিশালে কলেজে যখন পড়াতেন, তার হাত ঘামত, গলা শুকিয়ে আসত। কিন্তু তিনি কাজে বড় হয়েছিলেন।
জীবনানন্দ দাশ, আপনাকে অভিবাদন।
আনিসুল হক
১৮ ফেব্রুয়ারী ২০১৪
কবি ও কবিতার সাম্প্রতিক কবিতা