স্বর্গীয় আয়োজন

স্বর্গীয় আয়োজন
___নিয়াজ মাহমুদ

কোনো মায়ের উদরে আমি
জন্ম নিয়েছি বলে।
তাতে কি আর ঠাই হবেনা
অন্য মায়ের কোলে?

কোন ভাইয়ের সহদর আমি,
আর সহদর বোন;
তাতে কি আর হতে পারেনা
কেউ কি আপন জন?

হতে পারিনি মসজিদ আমি
হতে পারিনি কাবা;
তবে কি হৃদয় স্বর্গ আমার
যায়না কভূ ভাবা ?

অভিন্ন করো জগত তোমার
পূর্ণ করো মন।
তবেই হবে মাটির ধরায়
স্বর্গীয় আয়োজন।

0.00 avg. rating (0% score) - 0 votes