শরতের গীত

কাব্যগ্রন্থ: সূরের জোসনা(অপ্রকাশিত)

 

গীতকবিতা

 

শরতের গীত

আল আমিন মুহাম্মাদ 

 

 

মন উড়ে যায় কাঁশফুলের বনে,

প্রাণ উড়ে যায় মেঘের ভেলার সনে।

শরতের এই বাংলা 

           আমায় টানে শুধু টানে।।

 

শাপলা তুলার জলে

নামবো দলে দলে,

মাছ ধরবো সবাই

               খেলার ছলে ছলে।

ডিঁঙ্গি বেয়ে শাপলা তুলে 

                ঘুরবো মনে-প্রাণে।

শরতের এই বাংলা 

              আমায় টানে শুধু টানে।। 

 

 

ভিজে ভিজে বাতাসে

মন উড়ে যায় আকাশে,

আমনের খেত দোলে

                তার কি আবেশে?

পুকুর পাড়ে তাল পড়ে

                টান লাগে এই প্রাণে।

শরতের এই বাংলা 

           আমায় টানে শুধু টানে।।

0.00 avg. rating (0% score) - 0 votes