বিরহিণী

বিরহিণী

লেখাঃ অনিক শিকদার

 

আজও জেগে আছি;

এক ক্লান্তিহীন হৃদয় নিয়ে,

চেয়ে আছি পথ পানে

মরুময় আখি নিয়ে।

 

পৌষলক্ষ্মী?

সে ত কবেই উদাসীন হয়ে।

এক মহৎ শুষ্কপ্রায় প্রতারণা

কুহেলি চাদরে মুড়িয়ে।

আমাকে নিয়েছে ঘ্রাস করে!

শুধু অপেক্ষারত, গভীরে।

 

তাল-তমালের বনে

স্তবগান গুঞ্জন করে!

অমানিশা?

সে ত স্থায়ী ভর-দুপুরে!

 

সাগরের ঢেউ আছড়াই

ক্লান্ত পদতলে,

পাখির কলরব মিলাই

রক্তিম গগনতলে।

 

——————————–অনিক

———- ১৩ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ।

0.00 avg. rating (0% score) - 0 votes