ভেজা কাব্য

ভেবেছিলাম এই বর্ষায়,
বেখেয়ালী বৃষ্টিতে খুব ভিজবো,
সর্দি লাগাবো, অসময়ে জ্বর বাধাবো,
তোমার মিষ্টি বকুনি শুনবো,
বৃষ্টিশেষে খুজে আনবো একটি কদম ফুল,
গুজে দিব তোমার চুলের খোপায় !

ভেবেছিলাম কোন এক মাঝদুপুরের বৃষ্টিতে,
হঠাৎই হুড তোলা রিকশার হুড নামিয়ে
তোমার হাতটি ধরে বলবো,
আমি বৃষ্টি ভালোবাসি,
তার চেয়েও বেশী ভালোবাসি
এই বৃষ্টি ভেজা তোমায় ।

ভেবেছিলাম শ্রাবনের কোন এক রাতে,
খোলা ছাদে বসে দেখবো দুজন মিলে,
দুরের আকাশের ঐ ভরা জ্যোৎস্না,
দেখতে দেখতে নিঃস্ব হয়ে যাব,
তোমার এই মায়াবী চোখটায় !

ভেবেছিলাম সোডিয়াম লাইটের নেশা ধরা,
এ পথটাতে তোমায় নিয়ে হাটতে হাটতে,
চোখে চোখ রেখে, তোমার হাতটা ধরে,
সাহস করে বলেই দিব কতটা ভালবাসি,
হ্যা, এতটাই ভালবাসি তোমায় ।।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “ভেজা কাব্য

Comments are closed.