গরমে

গরমে
আমিনুর রহমান নিরব

এই গরমে হায়-হুতাশে
আছে সবাই তাপে,
জীবন নিয়ে ধাফাধাফি
বুকটা ধরফর কাপে।

আম-কাঁঠাল-লিচু
পাক ধরেছে জামে,
সবাইতো খায়না পেতে
আগুন বরাবর দামে।

শিশু-যুবক-বৃদ্ধা-বৃদ্ধ
না ঘুমিয়ে নাক ডাকে,
মাঝ বয়সে পাকলো চুল
ধরল মাথা টাকে।

রোগ-বালাই,অসুখ-বিসুখ
ছড়াচ্ছে দূরগন্ধ ঘামে,
লেবুর শরবত-সেলাইন খেলে
দিবে অনেক কামে।

0.00 avg. rating (0% score) - 0 votes