কবি

কবি কবিতার মাঝে
খুজে ফেরে জীবনের জয়গান
আমি ফেরি করে বেড়ায়
কবিতার ঝুলি
ফাগুনের ঝরা পাতা মচ মচ করে
রসহীন কবির চরণে
আগুনের দহনে পুলকিত মননে
গাহি আমি সাম্যের জয় গান
আমি খুজে ফিরি কবিতার ছন্দ
প্রিয়তমা কিষাণীর মায়াবী নয়ণে
গোধূলী লগ্নে রাখাল ছেলের ক্ষিপ্রতায়
কিংবা বাঁশ বাগানের কলরবে
প্রতিদিনের নতুন সূর্য উদয়
একটি নতুন কবিতা
শত শূকুনের মাঝে
দৃপ্ত কন্ঠে ঘোষনা করে
আমি কবির জন্য

0.00 avg. rating (0% score) - 0 votes