গাঁ আমার : কবিতা আমার

রোজ সকালে পূব আকাশে, সূর্য যখন ওঠে।

সকাল হলে ফুলের কলি, ফুল বাগানে ফোটে।

পাঠশালে শিশুরা বসে, পড়া করে মন দিয়ে,

গাঁয়ের রাখাল যায় মাঠে, গরুর পাল নিয়ে।

 

গাঁয়ের পথে উড়িয়ে ধূলো, গরুর গাড়ি চলে।

গরু মোষ চান করায়, কাদা ও ডোবার জলে।

পথের ধারে, শালুক হীড়ে, নিম গাছের শাখে,

ঘুঘু পাখি লুকায়ে কোথায়, ঘু ঘু করে ডাকে।

 

পুকুরপাড়ে, বকেরা বসে, মাছ ধরে ধরে খায়।

শঙ্খচিল ডাক দিয়ে ওড়ে, নীল আকাশের গায়।

বট গাছের শীতল ছায়ায়, ক্লান্ত পথিকেরা বসে,

দূরে কৃষক লাঙল লয়ে,  চাষ করে জমি চষে।

 

দিনের শেষে আঁধার নামে, আমার নির্জন গাঁয়ে।

ঘুমায় সবাই গাঁয়ের লোক, চাদর ঢেকে গায়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes