কবিতা

কবিতা
– সাইদুর রহমান
কবিতা মানব হৃদয়ের মন্থিত নির্যাস
কখনো তাই কাঁদে কখনো হাসে
কখনো মাতাল কখনো রঙরসে
মানুষের অন্তরেই করে ভাবনার চাষ।

কবিতা সে যেন জানে প্রকৃতির যাদুকথা
জানে অজানা সে বিজ্ঞানের ভেদ
বড়ই সরল,বুঝে না ভেদাভেদ
ভগ্ন হৃদয়ে দিতে জানে দোলা,প্রেম বারতা।

কবিতা সে জানে নরম গরম প্রতিবাদ
জানে কত শাসন তবে শোষণ
কোমল হতে জানে তবে পাষাণ
জানে নিষ্ঠা,সভ্যতা আর সত্যের চাষাবাদ।

জীবন যুদ্ধে পথিক,পথহারা সর্বহারা
দেয় নির্দেশনা ভালোবাসা ঢেলে
গন্তব্যে যেতে,টানে সে প্রেম ছলে
শব্দ গীতমালায় দেয় বদলে জীবনধারা।

কবিতা সেও জানে নৃত্য বাজাতে বাদ্য বাঁশি
সৌন্দর্যকলায় সাজাতে জীবন
যতই হোক কঠিন এ ভুবন
জানে ছড়াতে ধরিত্রী বুকে শুধু খুশী হাসি।

0.00 avg. rating (0% score) - 0 votes