” যাহা ছিল সবি নিলে কাড়ি”
( গীতিকবিতা)
_____জাহিদ আরেফিন
কিসের মায়ায় চূর্ণ হল প্রণয়
কি আশে ভুলিলে,
দিবস-রজনী অবহেলা দিয়ে
অদেখায় মিলিলে।
আমি অধম সৃষ্টিনাশে বাজায় বীণা
পথের ধূলি মাখি গো কায়ে তুমিহীনা।
নব সুরে নব তারে বেজে তুমি—
মোরে পদে দলিলে।।
গ্রহণ লাগে চন্দ্রে মোর আজি
ঢাকে গৃহ আধারে,
প্রদীপ নিভিছে কালের গ্রাসে
ছুটি বন বিহারে।
মায়া টুটি এপার গেছ ছাড়ি একা
আঁধারে মরি পাই না’ক আর দেখা।
কাহার গলে সুখের মালা হয়ে—
আমায় কাঁদালে।।
যাহা ছিল সবি নিলে কাড়ি
কি আছে আর বাকি,
কাহারে করিবে দান আমার ব্যথা
রাখিয়া আঁখিতে-আঁখি।
এ জ্বালা কে বহিবে সেধে
রাখিবে তারে বক্ষে বেঁধে।
তব কেন মোরে দূরে রাখি—
সুখ খুজিলে।।