অবিচারের প্রতিবাদ

অবিচারের প্রতিবাদ
লক্ষ্মণ ভাণ্ডারী

দেশ ছেয়েছে অরাজকতায়
নীরব কেন হে কবি?
সম্মুখে তব রাজপথে হেরি
কত নৃশংস ছবি।

রাজপথে চলে গণহত্যা আর
মায়েদের অবহেলা,
হত্যায় রচিত ধরণীর ধূলিতে
রক্তের হোলি খেলা।

ধরিত্রীর বুকে চেয়ে দেখো ঐ
হাসে কারা খলখল?
পাষাণ কারায় কাঁদে দেখ ঐ
কয়েদীর চোখে জল।

অনাহারে কত কাঁদিছে বালক
ক্ষুধায় না পায় রুটি,
ভেঙে ফেল কলম স্বভাব কবি
কবিতারে দাও ছুটি।

কবিতার পাতায় বিদ্রোহ আজ
বিদ্রোহী কবিরা গায়,
অত্যাচারী কভু দেখিতে না পায়
বিবেকের আয়নায়।

কবির কলমে বিদ্রোহ আজিকে
কবিতায় কথা বলে,
কবির কবিতা এ ধরার সবিতা
জ্বলে ধরণীর তলে।

নিপীড়িত ধরার ডাকঘর থেকে
এলো আজ নতুন ডাক,
বিদ্রোহী কবির প্রতিবাদী কণ্ঠ
বলে ওরা নিপাত যাক।

0.00 avg. rating (0% score) - 0 votes