স্বপ্ন লোকে আকি

একটি ছবি আঁকছি আমি একটি কথাই ভাবি,
সেই কথাটি জলপনাতে শুধু আগলে রাখি।
যখন তখন মনের মাঝে বেজে উঠে ঘন্টা,
ইচ্ছে করে ছুটে বেড়াই চাইছে আমার মনটা ।
এদিক তাকাই ওদিক তাকাই মন রাঙিয়ে উঠে,
সেতায় ‍আমার কল্পনারেই স্বপ্ন রানী জোটে।
ঘুমের মাঝে চলি আমি তাহার পিঠের চরন,
সেথায় আমি মালা গেঁথে করি স্বপ্ন পুরন
যথায় অমি মধুর সুরে করি আলাপন,
তথায় আমার হৃদয় নিংড়ে পরে আছে মন।
অবাক চোখে দেখি আমি তাকিয়ে চাই সচর,
কতো কথা না বলারেই লুকেই করি গোচর।
যথায় আমি শিশু কালে ছুটে গেছি আরে,
সেথায় আমার টান জেগে পাই বন্ধু মিলাই যারে।
আকাশ আমার বাহবা দেয় সবুজ দেয় তার ওরং,
আমার আময় খুঁজি ফিরি স্বপ্ন লোকের বরং।
এই স্বপ্নটি যথায় গড়ে তাহার নামটি বেশ,
হৃদয় প্রাণের দোলা দিয়ে ছুঁই ঘনোর আবেশ।
সেইতো আমার চিরো চেনা ছবির সবিশেষ,
এটাই আমার জন্মভূমির প্রিয় বাংলা দেশ।

0.00 avg. rating (0% score) - 0 votes