মেয়ে তুমি অপ্সরা

মেয়ে, দুচোখে এত কাজল মেখেছো কেন ?
ঠোটে মেখেছো গাঢ় লাল রঙের লিপিস্টিক,
কপালে পড়েছো লালটিপ ;
পরনে লালপাড়ের সাদা সিলক শাড়ী,
হাতাকাটা লাল ব্লাউজ আর চুলের খোপায়
পড়েছো গাজরার মালা, হাতে রজনীগন্ধা ।
মেয়ে, তুমি চলেছো কোথায় ?
এক হাতে শাড়ীর ভাজ ধরে, হাইহিল জুতো পড়ে ;
মেয়ে, তুমি যাচ্ছো কোথায় ?
টিএসসির চত্বরে নাকি কলাভবনর বারন্দায় ?
নাকি চারুকলা পার হয়ে পাবলিক লাইব্রেরী !
কোথায় গন্তব্য তোমার সোহরোয়ার্দী উদ্যান ?
মেয়ে তুমি আজ যাকে খুজছো
তাকে খুজে পাবেনা কোথাও
সে তো আজ ব্যস্ত, ভিষন ব্যস্ত ;
তোমকে সঙ্গ দেয়ার মত সময় কোথায় তার,
সে তো এখন অর্থ সম্পদ আর
ক্ষমতার শীর্ষে উঠার প্রতিযোগিতায় লিপ্ত
তার সে চলার পথে তুমি কে, কি তোমার অবদান ?
মেয়ে, তুমি যদি শীর্ষে উঠার সিড়ি হও,
তার কাজের সঙ্গিনী হও , যদি বহুগামী অপ্সরা হও ;
নিশ্চিত জানি তুমি তার দেখা পাবে ,
মেয়ে, তুমি নিশচিত তাকে পাবে ।

 

৪ অগ্রহায়ন ১৪২৫

১৮/১১/২০১৮

0.00 avg. rating (0% score) - 0 votes