অজয়ের নদীচরে

অজয়ের নদীচরে
-লক্ষ্মণ ভাণ্ডারী

কল কল নদীজল বয় সারা রাত,
পূবে রবি দেয় উঁকি হয় সুপ্রভাত।
অজয়ের নদীচরে সোনা রোদ ঝরে,
গাছে গাছে পাখি সব কলরব করে।

বধূরা নাইতে আসে অজয়ের জলে,
কলসীতে জল নিয়ে রাঙাপথে চলে।
নদীজল সুশীতল মাঝি নৌকা বায়,
বৈঠা ধরে মাঝিভাই ভাটিয়ালী গায়।

নদীচরে আসে উড়ে শালিকের ঝাঁক,
সারাদিন কিচিমিচি করে হাঁক ডাক।
ধবল বলাকা আসে, বসে নদী ঘাটে,
নদীতটে পড়ে বেলা সূর্য বসে পাটে।

সাঁঝের আঁধার নামে নদী কিনারায়,
পরে দেখি চাঁদ উঠে আকাশের গায়।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “অজয়ের নদীচরে

Comments are closed.