নষ্ট হবে ?

নষ্ট হবে নষ্ট ?
তছলিমার ‘লজ্জা’ পড়ে
হও তবে পথভ্রষ্ট,
সৈয়দ শামসুল হকের
‘খেলারাম খেলে যা’ পড়েছো ?
কিংবা হুমায়ুন আজাদের ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ !
সুনীলের ‘হিমযুগ’ পড়তে পারো;
নির্মলেন্দু গুণের ‘কামকানন’
একবার পড়ে নিও খুলে যাবে
নষ্ট হবার দরজা ।
নষ্ট হবে নষ্ট ?
তছলিমার ‘লজ্জা’ পড়ে
হও তবে পথভ্রষ্ট ।

0.00 avg. rating (0% score) - 0 votes