প্রেমের পরশে তোমাকে

প্রেমের পরশে তোমাকে  ।।। শফিক তপন 

আমি জনম জনম ধরিয়া 

আজও যে ফিরিতেছি শুধু তোমাকে খুঁজিয়া,

আমার অন্তরের অন্তস্হলে

তোমাকেই দেখিতে পাই নয়ন দুইটি বুজিয়া । 

 

মনেই আছ যতক্ষন ভাবি 

কিন্তু দুই চোখ মেলিলেই দেখি যে সব ফাঁকা, 

তুমিতো ধরা ছোঁয়ার বাহিরে 

তোমারই ছবিটা শুধু মনের স্মৃতিপটে আঁকা । 

 

যেখানে থাক মনে রাখিও

তোমায় ছাড়া আমার মনটা বড় শূণ্য লাগে,

তোমার দেহ মন প্রাণ লইয়া 

এই অবাধ্য মনের গহীনে কত কিছুযে জাগে । 

 

মনের মাঝে জমানো যত 

স্বপ্ন ধামা চাপা দিয়া রাখিয়াছি যত্ন করিয়া,

উদ্ভাসিবে বিগলিত চিত্ত

যেইদিন বলিব অনেক যত্নে তোমাকে ধরিয়া ।

 

যতনে ও রতনে সাজাইব 

আবহমান কাল তোমাকেই জড়াইয়া ধরিয়া,

সংগোপনে রাঙাইব একান্তে

প্রীতি ও প্রেমের পরশে তোমাকে দিব ভরিয়া । 

১৩ই শ্রাবণ, ১৪২৫ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০১৮ইং

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “প্রেমের পরশে তোমাকে

Comments are closed.