ছেঁড়া মালা

ছেঁড়া মালা
লেখাঃ অনিক শিকদার

কবে যে কোন মালা
কাকে করেছি দান,
কি করে স্বরণ রাখি
মোর ক্ষুদ্র অনুমান।
যদি তুমিও ভুলে যাও
আমার ক্ষুদ্র প্রাণ,
তোমার পদে রবে মোর
ম্লান অভিমান।

কোন গ্রীষ্মে বিলিয়েছি
মধুর আদর?
কোন পৌষে মুড়িয়েছি
শিশির চাদর?
চেনা বরষায় ঝরিয়েছি
কান্নার ফুল,
শেষ চৈত্রে ভেঙেছিল
মনের ভুল!

যদি কভু ভিজে যায়
জোছনায় চান,
আকাশ তরে রয়ে যাবে
তারার অভিমান।

২৬ আষাঢ় ১৪২৫
নারায়ণগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes