পদ্মিনী
লেখাঃ অনিক শিকদার
হাত ভরতি কাচের চুড়ি
টুংটাং ধ্বনি,
আঁচলে চাবির গোছা
কোমরে বিছা,
পায়ের নূপুরধ্বনি
মাটির কলসি।
মেঘনার কালো জলে
বধূয়ার ছবি,
জালে তোলে নিলো জেলে
পদ্মিনী বুঝি।
১৯ আষাঢ় ১৪২৫
নারায়ণগঞ্জ
পদ্মিনী
লেখাঃ অনিক শিকদার
হাত ভরতি কাচের চুড়ি
টুংটাং ধ্বনি,
আঁচলে চাবির গোছা
কোমরে বিছা,
পায়ের নূপুরধ্বনি
মাটির কলসি।
মেঘনার কালো জলে
বধূয়ার ছবি,
জালে তোলে নিলো জেলে
পদ্মিনী বুঝি।
১৯ আষাঢ় ১৪২৫
নারায়ণগঞ্জ