অন্তরে তুমি /// শফিক তপন
——————————————
প্রেয়সী তোমায়
চোখে না দেখলেও অন্তরে দেখি সারাক্ষণ,
তোমার নামটি
সর্বদা ভরে থাকে আমার আত্মা দেহ মন ।
খোদা তোমার
দুদিনের এই দুনিয়াতে আমিযে গুনাহগার,
তোমায় ভেবে
আল্লাহু আল্লাহু নাম আমি জপি বারবার ।
তোমায় ছাড়া
দুনিয়াতে আর আমি কাউকে করিনা ভয়,
তোমায় নিয়ে
তোমায় দিয়ে রচেছি আমার জীবনের জয় ।
মালিক মোর
এ জীবনে যদি আসে কখনো দূর্বিসহ ঝড়,
তুমিতো আছ
ভরসা তোমায় খোদা আর নেই কোন ডর ।
———-
অন্তরে তুমি /// শফিক তপন
সকাল, শনিবার, ২১শে বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ
৫ই মে ২০১৮ইং