চুপিচুপি কানে কানে

চুপিচুপি কানে কানে -///- শফিক তপন

—————————————-

চুপি চুপি রাতদিন

তোমার কথাই ভাবি যে মনে মনে,

তোমার কথা ভেবে 

কেঁদে কেঁদে বুক ভাসাই ক্ষণে ক্ষণে । 

 

আকাশে চাঁদ উঠে

জোঁছনা এসে শরীরে জড়িয়ে ধরে, 

ঘুম আসেনা চোখে

তোমায় শুধু তোমাকেই মনে পড়ে । 

 

বৈশাখী হাওয়া বয়

পৃথিবীর বুকে অঝোরে বৃষ্টি ঝরে,

এ হৃদয় প্লাবিত হয় 

দেহ মন কানায় কানায় যায় ভরে । 

 

বনে বনে ফুল ফোটে 

গাছের ডালে ডালে কোকিল গায়,

মানেনা কোন বাঁধন 

এই মনটা তোমার পানে ছুটে যায় । 

 

চাতক পাখীর মতই 

কেটে যায় আমার জীবনের বেলা,

নিভৃতে ভাসাই আজ  

ঐ গহীন নদীর বুকে প্রেমের ভেলা ।

 

ভাল লাগে তোমায় 

চুপি চুপি বলতে চাই তোমার কানে,

আকুল হয়ে তাইতো 

চেয়ে চেয়ে থাকি তোমার পথ পানে । 

————————————

১৫ই এপ্রিল ২০১৮ইং 

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “চুপিচুপি কানে কানে

Comments are closed.