মমতাময়ী মা আমার

মমতাময়ী মা আমার

-লক্ষ্মণ ভাণ্ডারী

 

দূরের ওই মন্দিরে               কেন তুই যাস ওরে?

আসল মন্দির তোর ঘরে,

মমতাময়ী তোর মা              জীবন্ত মাতৃপ্রতিমা

মাতৃপূজা কর ভক্তি ভরে।

 

মাতৃপূজা করো সবে             জীবন সুখের হবে

মায়ের আশীষ শিরে নিয়ে,

মা ভক্ত বিদ্যাসাগর              পার হল দামোদর

কাটিল সাঁতার ঝাঁপ দিয়ে।

 

মায়ের মত আপন               কেউ নয় আপনজন

মা হলেন শত দুঃখ হরা,

কত শত দুঃখে তোর            কাঁদে মা জীবনভোর

মার চোখ অশ্রুজলে ভরা।

 

দুঃখ সহি হাসিমুখে              কত কষ্ট বেঁধে বুকে

মার হাতে গড়া এ সংসার,

যদি মাকে অনাদরে              রাখিস আলাদা করে

সুখের সংসার হবে ছারখার।

 

মায়ের দুধের ঋণ                শোধ হবে না কোনদিন

সেই মাকে রাখিস অনাহারে,

মা-হারা লক্ষ্মণ কয়               মার স্মৃতি মনে হয়

মা আজ নাই মোর সংসারে।

0.00 avg. rating (0% score) - 0 votes