দুই প্রান্তে দুইজন

দুই প্রান্তে দুইজন   ।।। শফিক তপন

পৃথিবীর দুই প্রান্তে
দুইজন তবু যেন মোরা বসে মুখোমুখি,
শুভেচ্ছা বিনিময়
করে একজন করি অপর জনকে সুখী ।

শরতের স্নিগ্ধতায়
যখনই তোমার সুপ্রভাত উদ্ভাসিত হয়,
বসন্তের মধুরিমায়
তখন আমার সকালটা থাকে প্রাণময় ।

আমার এ বসন্তের
প্রাণময় সুপ্রভাতটি শুধুই তোমার তরে,
জীবন হোক সুন্দর
এবসন্তের মাধুর্য্যতায় উঠুক হৃদয় ভরে ।

ঊষার সুপ্রসন্নতায়
তোমার ঐ স্বপ্নীল ভূবন ভরুক হাসিতে,
কোমলতার পরশে
ভরে উঠুক দেহ মন ভালবাসা বাসিতে ।

হৃদয়ের মণিকোঠায়
দিনমান সুখানন্দ পড়ুক অঝোরে ঝরে ।
যেখানেই থাকিনা
আমি দেখব শুনব বুঝব তা প্রাণ ভরে ।

পৃথিবীর দুই প্রান্তে
দুইজন তবুও ভেব তোমায় ভালবেসেছি,
তোমায় ভালবেসে
আজ বহুদূর একেলা পথে চলে এসেছি ।
১৬ই মার্চ ২০১৮ইং

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “দুই প্রান্তে দুইজন

Comments are closed.