আজ সারা বিশ্বের সর্বত্রই গোলাপ দিবস পালিত হচ্ছে।একটি গোলাপের বিনিময়ে ভালবাসার নতুন সূচনা।
একটি গোলাপের বিনিময়ে সুদৃঢ় হোক ভালবাসার অটুট বন্ধন।
সেই উদ্দেশ্যে লেখা আমার অমর কবিতা।
গোলাপের ভালবাসা
– লক্ষ্মণ ভাণ্ডারী
গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
অবিরত নিত্য নব জাগে মনে আশা।
গোলাপের সুরভিত সমধুর ঘ্রাণে,
দেয় নবীন উল্লাস সুকোমল প্রাণে।
একটি গোলাপ যদি করো বিনিময়,
সারাটা জীবন হয়ে রবে সুখময়।
জীবন আলোকময় গোলাপ প্রদানে,
সুখ ও সমৃদ্ধি আর ভালবাসা আনে।
গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
এক হয় দু’টি মন অভিন্ন হৃদয়।
হৃদয়ের প্রেম প্রীতি ভালবাসা আর,
গোলাপের বিনিময়ে প্রীতি উপহার।
গোলাপের ভালবাসা ছিন্ন নাহি হয়,
মরণের পরে সেযে স্মৃতি হয়ে রয়।