ভোরের আলো

ভোরের আলো
– লক্ষ্মণ ভাণ্ডারী

 

ভোরের আলো মুছিয়ে দিলো

আঁধার রাতের কালো,

প্রভাত রবি ছড়িয়ে দিলো

সকালে সোনালী আলো।

 

পূবের রবি রাঙিয়ে দিলো

ভোরের আকাশটাকে,

প্রভাত পাখি উঠলো ডাকি

সবুজ তরুর শাখে।

 

ফুল ফুটেছে ফুলের বনে

বাতাসে সৌরভ ভাসে,

মুক্তোর মতো শিশির বিন্দু

সোনালী আলোয় হাসে।

 

দিঘির জলে মরাল ভাসে

মরালী তার পাছে,

পাখিরা সব করে কোলাহল

পাড়ের গাছে গাছে।

 

আম কাঁঠাল সুপারি তাল

খেজুর গাছের সারি,

গাঁয়ের পথে মন্থর গতি

চলছে গোরুর গাড়ি।

 

অজয় নদীর দুই কিনারে

হেরি সরু বালি চর,

গাঁয়ের মাটি সুখের ঘাঁটি

সুখে থাকি নিরন্তর।

0.00 avg. rating (0% score) - 0 votes