আমার গাঁয়ে রোজ সকালে
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে রোজ সকালে
সূর্যি যে উঠে পূবে,
দিনের শেষে পাহাড় ঘেঁষে
পশ্চিমে যায় ডুবে।
আমার গাঁয়ে দিঘির জলে
মরাল সাঁতার কাটে,
বাসন মাজে মেয়েরা সবে
শান বাঁধানো ঘাটে।
নদীর কাছে বটের গাছে
বিহগেরা গীত গায়,
গাঁয়ের মাঝি ভাটিয়ালী গেয়ে
তরী আনে কিনারায়।
বাজিয়ে বাঁশি মাদল বাজায়
শাল পিয়ালের বনে,
সাঁওতালীরা নাচে ও গায়
পুলক জাগায় মনে।
রাঙা পথের দুই ধারেতে
তাল সুপারির সারি,
গাঁয়ের ছায়া মাটির মায়া
কভু না ভুলতে পারি।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমার সুখের ঘর,
গাঁয়ের মাঝে মাটির ঘরে
সুখে থাকি নিরন্তর।