ছায়া ঘেরা ছোট গাঁয়ে

ছায়া ঘেরা ছোট গাঁয়ে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

ছায়া ঘেরা ছোট গাঁয়ে ছোট ঘর আছে,

বিহগের কলতান শুনি গাছে গাছে।

রাঙা পথ গেছে চলে গ্রামখানি ছাড়ি,

দিঘি পাড়ে তাল গাছ, খেজুরের সারি।

 

আঁকা বাঁকা গলি পথ গ্রামখানি জুড়ে,

আকাশেতে শঙ্খচিল পাখা মেলে উড়ে।

সবুজ ধানের খেতে ফিঙে পাখি আসে,

আম কাঁঠালের বন সোনা দিঘি পাশে।

 

ছায়া ঘেরা ছোট গাঁয়ে আছে ছোটঘর,

দূরে ওই দেখা যায় অজয়ের চর।

বোঝা নিয়ে আসে ঘাটে যাত্রীরা সকলে

নাও খানি বায় মাঝি অজয়ের জলে।

 

ছায়া ঘেরা গাঁয়ে মোর সুখের আগার,

পর জনমেতে ফিরে আসিব আবার।

0.00 avg. rating (0% score) - 0 votes