শৈশব


নাসির আহমেদ দুর্জয়
…………………………………
আমাদের শৈশবটা ঠিক হারিয়ে যায়
ছেলেবেলায় পকেট থেকে পড়ে যাওয়া
দুই টাকার কাগজের নোটের মত
যতবার মনে পড়ে
বুকের মধ্যে কাঁপন ধরে
কতবার খুঁজেছি এখানে ওখানে
নাহ
পাওয়া যায়নি কোথাও
সেই যে দুই টাকার কাগজের নোট
তারই সাথে হারিয়ে গেল
প্রিয় শৈশব
বন্দি শহর ছেড়ে
গ্রামের পথ ধরলেই
সবুজ ধানখেত, মেঠো পথ
আহারে শৈশব
আহারে জীবন
পশ্চিমের খোলা জমিন
বরই গাছের তলায়
কতদিন বেঁধেছিলাম
কলাপাতার ঘর
আর বরযাত্রির বহর
ভেঙে গেছে কলাপাতার ঘর
তারই সাথে শৈশবের স্মৃতির
প্রিয় আয়না

0.00 avg. rating (0% score) - 0 votes