আজ তোমার গহিন ঘরে একা বসে
রচি পদ্যমালা, নব ভাবনায় সাথি
করে প্রিয়ে; প্রীতিকথা লিখি অবশেষে-
প্রতি ছন্দ আঁচলেতে বসন্ত অতিথি।
তোমার মোহর দ্বারে এসেছি আপনে
একা, প্রান্ত অবেলায়- শুনিতে যে গান;
তুমি যে মোহিত করো নীরব স্বপনে-
দূর করি অবিশ্রান্ত সব অভিমান।
আমি কি করেছি ভুল- তোমারে জাগাতে
আজ? এসেছি নিয়ত, গোপনে প্রবেশ!
আমারে রেখেছ তুমি উজ্জ্বল আলোতে-
দেখেছি প্রহর কালে সুনিপুণ বেশ!
অবগুণ্ঠন নহে যে মুখখানি তোলো-
আপন হৃদয় হতে সুরভি ছড়াল।
———–