চোখের বন্যা
লেখাঃ অনিক শিকদার
বাতাসে আজ অশ্রুত-অশ্রু
ডুবে শাপলা অতল!
বনের পশু মরে-ভেসে যায়
সাথে মনুষ্য দল!
খানিক শুষ্ক খাবার পেলে
জীবন বাজি দেয়!
নাকে-মুখে জলের ধারা,
এতে কিসের ভয়?
মাঠ ভাসিল পথ ভাসিল
আরো ঘরের চাল।
চোখের কান্না চাপিয়ে রাখে
এক বিন্দু ডাল।
মহামারী হেতা জাগিয়া উঠে
আষ্টেপৃষ্ঠে হায়।
চারিধার যেন নরকতুল্য
নেই কোন বালাই।
কেহ কি নেই তাদের পাশে
ওহে দয়ামায়?
দাও না তুমি অবসান করে
সকল সংশয়।
৩রা ভাদ্র ১৪২৪
নারায়ণগঞ্জ।