হৃদয়ে নেই হতাশা বা কোন রকম আর্তি
তোমার কাছে চাইনি আমি কোন কিছুই বাড়তি
ছিলাম না তো তোমার কাছে এক্সট্রা কিছুর প্রার্থ।
সিগ্ধ হাসি টুকুতে মুগ্ধতা
আর কিছু নেই আমার চাওয়ার মত
একটু হেসে বললে তুমি কথা
দুঃখ পেতেও পারবো ক্রমাগত।
সম্পর্কের শুদ্ধরকম মিঠে ভাবনা গুলো
দোলা দিয়ে যাক এসে আজ তোমার শান্ত চুলে
আমার পথে নাইবা উরুক কখনো তোমার ধুলো
বাতাসে তা আসবে আমার প্রেমের দুয়ার খুলে।
আশা করেই হতাশ হয়েছিল
আমার মত অনেক পথচারী
এক পলকের দেখাই ব্যাথা দিল
প্রেম এলো না করতে খবরদারি।
আমি বলি প্রেম দেখেছি আমি তোমার ঠোটে
তোমার জীবনে তা যেন গোলাপ হয়ে ফোঁটে।