উদ্যমী প্রচেতা
লেখাঃ অনিক শিকদার
উত্তাল তোমার মহোর্মি
ভাঙ্গ সদা তীর!
তুমি অলয়, জানি আমি
শত লোকের ভীর।
সকল তটিনী তোমার গৃহাগত,
আমরাও নই পর।
তুমিই সকল নদীর সমাপ্ত
তুমি অক্ষয় জনমভর।
২৮শে আষাঢ় ১৪১৬
আড়াইসিধা।
উদ্যমী প্রচেতা
লেখাঃ অনিক শিকদার
উত্তাল তোমার মহোর্মি
ভাঙ্গ সদা তীর!
তুমি অলয়, জানি আমি
শত লোকের ভীর।
সকল তটিনী তোমার গৃহাগত,
আমরাও নই পর।
তুমিই সকল নদীর সমাপ্ত
তুমি অক্ষয় জনমভর।
২৮শে আষাঢ় ১৪১৬
আড়াইসিধা।