বর্ষা বিহঙ্গ
২রা শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ
19 July 2017 English
স্নান শেষে তুমি এক পূর্ণ বরষা,
গুড়িগুড়ি বারি শ্রুত চিবুক বাহিয়া,
আষাঢ়িয়া জল ধারা কেশ ধার দিয়া,
কামনার নদী তুমি ওগো মোর প্রিয়া!
নিগূঢ় মেঘমালা আকাশের খেয়া,
মজিয়া বিফল তপে কাটে অবেলা।
প্রগাঢ় কেশরাশি কিযে এক মায়া,
লুকাই ঘোরালে তার করিব খেলা।
মুখশ্রী যেন তার ঐ পূর্ণিমার আলো!
তমাল শাখা মাঝে এক চন্দ্রিমা ভালো।
খানিক তারিফ তার খানিক কলঙ্ক,
মাটির খাঁচায় যেন সে মুক্ত বিহঙ্গ।
———–অনিক