আম বাগানের পাশ দিয়ে

আম বাগানের পাশ দিয়ে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

আম বাগানের পাশ দিয়ে গাঁয়ের রাঙা মাটির পথে,

আমেরশাখে কোকিল ডাকে সকাল হতে না হতে।

তাল খেজুর আ্‌র সুপারি গাছে বাবুই বাসা বোনে,

ময়না চড়ুই ঝগড়া করে রান্নাঘরের চালের কোণে।

 

নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা সরু বালির চরে,

ঝাঁকে ঝাঁকে শালিক পাখি নীল আকাশে ওড়ে।

কলসী কাঁখে গাঁয়ের বধূ ঘাটে জল নিতে আসে,

মাথার ওপর সুনীল আকাশে শঙ্খচিলেরা ভাসে।

 

সকাল হলে রোজ দেখি পথে লাল ধূলো ওড়ে,

গাঁয়ের বাউল একতারাতে গান গায় মিঠে সুরে।

পুকুর পাড়ের শ্যাওড়া গাছে ঘুঘু পাখির বাসা,

দুপুর রোদেও লাঙল চালায় এই গাঁয়ের চাষা।

 

পুকুরঘাটে নাইতে আসে ছেলেরা গামছা পরে,

সাবান মেখে সবাই দেখি ডুব দিয়ে চান করে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes