গাঁয়ের সরু গলি পথে

গাঁয়ের সরু গলি পথে

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ের সরু গলি পথে তাল পুকুরের ঘাটে,

পুকুরের ঘোলা জলে হাঁসেরা সাঁতার কাটে।

পথের ধারে আম বন, কাঁঠাল গাছের সারি,

সবুজ গাছের ছায়ায় ঘেরা ছোট মাটির বাড়ি।

 

গাঁয়ের সরু গলি পথে উঁচু বাঁশ গাছের ঝাড়,

কিনারায় বালির চরে ঘেরা অজয় নদীর পাড়।

আম কাঁঠালের গাছে ছোট পাখিরা গান গায়,

খেজুর সুপারি গাছের সারি গাঁয়ের সীমানায়।

 

সরু গলি পথ দিয়ে দেখি মাটির কলসী কাঁখে,

জল নিতে আসে বধূরা, অজয় নদীর বাঁকে।

ধবল বলাকার সারি উড়ে ঐ আকাশের গায়,

সাঁঝের আঁধার নামে আমার নির্জন এই গাঁয়।

 

গাঁয়ে সরু গলি পথে রাতে লক্ষ্মী পেঁচারা ডাকে,

ভোরে রোজ কোকিল ডাকে আমগাছের শাখে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes