বাসন্তী ভালবাসা

বাসন্তী ভালবাসা / শফিক তপন
——————–
বাসন্তী ঊষা উঠিয়াছে জাগি ফাল্গুনী ভোরে,
সেই বিমুগ্ধ স্পর্শে ফুটিয়াছে ফুল মনডোরে ।
বসন্তের বার্তা বহিছে জনজীবনে সুখে দুখে,
ফাগুনের শুভেচ্ছা বাণী মানুষের মুখে মুখে ।

আজি নব বসন্ত লগন আসিয়াছে ফিরিয়া 
সেই সুখ আনন্দ এই মনে রহিয়াছে ঘিরিয়া ।
গাছের ডালে কোকিল ডাকে মধুর এক সুরে,
বহিতেছে ফাগুনেরই হাওয়া মনটা ফুর ফুরে ।

বসন্তের ফুলের গন্ধে মোর মনটা যখন ভরে,
বন্ধুর কথা মনে পড়িতেই মনটা কেমন করে ।
যদি দেখিতে বন্ধু বসন্তের প্রেমে যাই ভাসিয়া
তবে বুকে জড়াইয়া রাখিতে ধরিয়া আসিয়া ।

ঘরের বাহির হইয়াছি আজ ফাগুনের টানে
বসন্তের প্রেম লইয়াছি ভরি দেহ মনে প্রাণে ।
প্রাণটা ছুটিয়া বেড়ায় ওই বসন্তেরই বাতাসে,
দুই চোখের দৃষ্টি যায় ভাসি সুনীল আকাশে ।

বন্ধু আমার এই মনটা দিলাম তোমার মনে,
বসন্তেরই রঙে রাঙাইয়া দিও অনেক যতনে ।
মিলন হইবে দুই মনে দুই দেহে ফাল্গুনী ঘরে,
বাসন্তী ভালবাসা মিশাইয়া দিও অকাতরে ।
১৩ই ফেব্রুয়ারী ২০১৭

0.00 avg. rating (0% score) - 0 votes