আমাদের গাঁয়ে শেষ সীমানায়

­­­­­আমাদের গাঁয়ে শেষ সীমানায়

লক্ষ্মণ ভাণ্ডারী

 

আমাদের গাঁয়ে শেষ সীমানায় ফকির ডাঙার মাঠ,

প্রতি রবিবার সকাল বেলায় সেথা বসে এক হাট।

চালের বস্তা বোঝাই করে আসে সেথা গোরুর গাড়ি,

বাঁশখুটি পুঁতে ত্রিপল টাঙায়ে বস্তা রাখে সারি সারি।

 

কুমড়ো কচু, আলু পটল, কলমী-শাক ও সজনে ডাটা,

গাছের তলায় বিক্রি হচ্ছে হাঁসের ডিম, মুরগী ও পাঁঠা।

মাছের বাজারে জমে আছে ভিড় সেথা ওঠে হট্টগোল,

যাত্রী সবে করে নৌকা বোঝাই শোনা যায় কলরোল।

 

চাল ডাল আর তেল চিনি গুড়, হাটে সবই বিক্রি হয়,

কার কত দাম ঠিক ঠিক বলো ক্রেতা বিক্রেতারে কয়।

মাটির কলসি, হাতা ও কড়াই, বেচাকেনা হয় এই হাটে,

জিনিষপত্র কিনতে বেলা বয়ে যায় সারাদিন বৃথাই কাটে।

 

বেচাকেনা সেরে বিকেল বেলায়, সবে ফিরে যায় ঘরে,

সূর্য ঢলে পড়ে পশ্চিমের পানে সোনালী আলোক ঝরে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes