মনে কি পড়ে

dsc_0001মনে কি পড়ে 
কোনো এক পড়ন্ত বিকেলে অথবা ঘুমহীন রাতে
মনে কি পড়ে
কোনো এক দুর্ব্যবহারে
মনে কি পড়ে 
খুব মামুলী অবহেলায় অথবা প্রেমের খেলায়
মনে কি পড়ে
রাগের বশে জুতো মেরেছিলে আমার চুলায়
মনে কি পড়ে 
স্বপ্ন পুরুষ পেয়ে ধিক্কার দিয়েছিলে আমায়
মনে কি পড়ে
গৃহ ত্যাগ করে সন্ন্যাসী ছিলাম অবেলায়
মনে কি পড়ে খুব নীরবে চোখের জলে 
মনে কি পড়ে
দেখেও না দেখে চলে গেলে অন্য ঘরে
মনে কি পড়ে বিশুদ্ধ বাতাস, প্রকৃতি, প্রেম
মনে কি পড়ে ছলনা করে বলেছিলে শ্যাম
মনে কি পড়ে নদীর ঢেউ, বিস্তৃত আকাশ, আমার আঙ্গুল
মনে কি পড়ে আমি ছিলেম বলে হাসিখুশি ছিলে
মনে কি পড়ে প্রেম আর বেদনা 
মনে কি পড়ে বলেছিলো কিশোরী যৌবন পাবেনা
মনে কি পড়ে মা বলেছিল হয়তো দেখা হবেনা
মনে কি পড়ে বাবা বলেছিলো মায়ের কবরে কেঁদোনা
মনে কি পড়ে রক্তমাখা নির্যাতিত শিশু
মনে কি পড়ে তোমার প্রেম ছিলো না কিছু
মনে কি পড়ে মানবতা বলেছিলো দানবতা
মনে কি পড়ে রাজনীতি বলেছিলো সমঝোতা
মনে কি পড়ে দেশপ্রেম আর রমণী
মনে কি পড়ে ভুল প্রেম হতভাগিনী
মনে কি পড়ে প্রেমের তীব্র চিৎকার
মনে কি পড়ে আদিম বর্বরতার ধিক্কার
মনে কি পড়ে কোনো এক নারী বলেছিলো চোখের জলে বখাটে পুুরুষ।
মনে কি পরে ক্ষত গাঁয়ে নারীর চুম্বন
মনে কি পড়ে তোমার গাঁয়ে রক্তের মেলবন্ধন
মনে কি পড়ে হে এতিম ছিলোনা মানবতা
মনে কি পড়ে ডেকেছিলো তোমায় নির্জনতা
মনে কি পড়ে শাহবাগে লুট করেছিলে নারীর সম্বল
মনে কি পড়ে আধুনিকতার ছলে নারীবাদী কথা বলে
সমাজ ধর্মের উপরে উঠে হয়েছিলো তোমার বিনাশ
মনে কি পড়ে এই অবেলায় হেঁটেছিলো রমনী পুরুষ
মনে কি পড়ে প্রতিজ্ঞা করে বলেছিলে কাপুরুষ
মনে কি পড়ে হে প্রেয়সী আমার দেহখানি
মনে কি পড়ে ক্ষত-বিক্ষত করেছিলে প্রেমের বাণী
মনে কি পড়ে আমার চোখের জল, অভিমান, আশা
মনে কি পড়ে চোখে চোখে বলেছিলে ভালোবাসা
মনে কি পড়ে গভীর রাতে সন্তান-সন্ততি নিয়ে ঘুমালে
মনে কি পড়ে কোনো এক প্রেমকাহিনীতে বারে বারে
মনে কি পড়ে যন্ত্রনার কঠিন আঘাতে 
মনে কি পড়ে পুরোনো প্রেম বেলা অবেলাতে
মনে কি পড়ে সেই কবে দেখেছিলে আমাকে
মনে কি পড়ে মৃত্যুর যন্ত্রনায় কাতর ছিলাম
মনে কি পড়ে শেষ নিঃশ্বাসে তোমায় ছুঁয়েছিলাম
তোমাকে দেখার খুব সাধ জাগে
আসবে কি তুমি যদি প্রাণ জাগে
হে প্রেয়সী চলে গেলাম, খুব নীরবে ভালোবাসা দিয়ে গেলাম
ভালো থেকো সুখে থেকো হাজার সালাম।

0.00 avg. rating (0% score) - 0 votes