বৃষ্টি নেমেছে আজি

বৃষ্টি নেমেছে আজি
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

অজয় নদে বান নামে বর্ষাতে আষাঢ়ে,
কুল ভাঙা ঢেউ আসে অজয়ের কিনারে।
অজয়ের ভাঙনেতে ধ্বসে পড়ে বাড়িঘর,
নদী বাঁধ গেছে ভেঙে জলধারা খরতর।

নদী মাঠ ও পথ ঘাটে জল নামে বরষায়,
খালবিল দিঘিগুলো ঘোলাজলে ভরে যায়।
মেঠোপথে ছাতা হাতে পথের পথিক চলে,
নদী নালা খাল বিল জলাময় জলে জলে।

গাঁয়ের রাখাল আজি যায়নি নিয়ে গরু পাল,
চাষীরাও যায়নি মাঠে বন্ধ আছে গরু হাল।
সারাদিন জল ঝরে অবিশ্রান্ত ও অবিরাম,
বর্ষার জলে ভাসে আমাদের ছোট গ্রাম।

বৃষ্টি নেমেছে আজি যেওনা ঘরের বাইরে,
দেখো ঐ সারাটা দিন বৃষ্টি ঝরে অঝোরে।

0.00 avg. rating (0% score) - 0 votes