দেশ আমার মাটি আমার

দেশ আমার মাটি আমার

লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

দেশ আমার মাটি আমার এই ভারত মহান দেশ,

মাটিতে ফলে সোনার ফসল দেখতে লাগে বেশ।

প্রভাত হাওয়া ঢেউ খেলে যায় সবুজ ধানখেতে,

ফুলের গন্ধে চিত্ত ভরে, মোর পরাণ ওঠে মেতে।

 

সকাল হলে সূর্য্যি ওঠে পাখি ডাকে গাছে গাছে,

লেজটি তুলে ফিঙে শালিক তরুর শাখায় নাচে।

দেশ আমার মাটি আমার, মানুষ আমার আপন,

দিঘিতে ফোটে সোনার কমল খুশিতে ভরে মন।

 

দেশ আমার মাটি আমার, দেশের মাটি আমার মা,

দেশের মাটি স্বর্গ আমার, আমার জীবন সাধনা।

এ দেশ আমার জন্মভূমি, আমার জননী বঙ্গভূমি,

গোঠের রাখাল বাজায় বাঁশি কান পেতে সুর শুনি।

 

দেশের মাটিতে বিদেশীরা এসে করে স্বাধীনতা হরণ,

দেশ ও জাতির মুক্তির শপথ করব  সংগ্রাম আমরণ।

দেশ আমার মাটি আমার, আমার এই দেশের মাটি,

দেশের মাটিতে বিদেশীরা এসে গেড়েছে হেথা ঘাঁটি।

0.00 avg. rating (0% score) - 0 votes