বিবেকের মৃত্যু

 

নূরুল মামুন
(উৎসর্গঃ মাহামুদা খানম মিতুর পূণ্য স্মৃতির প্রতি)
—————————-
পাষাণ মনে হিংসা ভরা
হয়না রহম উদ্রেক,
খঞ্জর চালায় মিতুর বুকে
মারা গেছে বিবেক।।
.
মানুষ নামের প্রানী গুলো
হয়েছে বেসামাল,
পুত্রের সামনে মাকে বলি
এমনই দেশের হাল।
.
এমনি করে শত মিতুর
অকালে প্রাণ ঝরে,
জীবন এখানে মূল্যহীন
মরে সস্তা দরে।।
.
যারা দেবে নিরাপত্তা
দেশের মানুষেরে,
তারাই বড় ঝুঁকির মাঝে
মরে পথের পরে।।
.
নিত্যদিনে খুন খারাবি
লেগে আছে দেশে,
তবুও বলি ভালো আছি
বলছি কথা হেসে।।
.
এ যেন এক মরন পুরি
নাই বুঝি আর পরিত্রাণ,
আহাজারি আর্তনাদের
হবে কি অবসান?
.
কে দেখাবে আশার আলো
কোথায় আছে মুক্তি?
আমজনতা করবে কাকে
মনে প্রাণে ভক্তি?
.
————————
রচনাকালঃ ০৭/৬/১৬ পল্টন, সকাল ১০টা

0.00 avg. rating (0% score) - 0 votes