আমাকে একা ফেলে যেওনা
————————-
যদি আমার আগেই
চলে যেতে চাও প্রিয়তমা ওগো প্রিয়,
আমাকে একা ফেলে
যেওনা কখনো তোমার সাথেই নিও ।
প্রতিদিন ঘুম ভেঙ্গে
যার মুখ দেখি যে মোর জীবনসাথী,
ঘুমাতে যাই যার
মুখ দেখে যার সাথে কাটে দিবসরাতি ।
সুখে-দুখে তোমার
সাথে সাথে থাকতে চাই জীবনে মরনে,
কখনো হারাতে নয়
আমি নিবেদিত শুধুই তোমাকে বরণে ।
যদি তোমার আগে
আমিই চলে যাইগো সেদিন কি করবে,
হয়ত মোর বিরহে
কেঁদে নিদ হারা দুটি আখি জলে ভরবে ।
মুছিও আখি জল
আমার মত কাউকে নিও কোলে তুলে,
সেদিন শূণ্য ঘরে
তাঁকেই জড়িয়ে ধরে আমায় যেও ভুলে ।
আমায় ফাঁকি দিয়ে
সত্যি যদি আমার আগে তুমি যাও চলে,
সারা জীবন মোর
ওগো কেঁদে ভাসবে বুক দুনয়নের জলে ।
—————
শফিক তপন ৪-৬-২০১৬