চলে যায়

কতো গুলো কথা জমে যায় বরফের মতো
কতো গুলো শব্দ ছড়িয়ে যায় আকাশে
দিন যায় এমনি করে রাত গুলো
আমিও চলে যাই তোমার মতো করে।

সন্ধা গুলো চলে যায়
চলে যায় মাস-ঋতু
এমনি করে বছর এবং
যাপিত জীবন ধারা।

কিছু কিছু রাগ থাকে অভিমান ভরা
শক্ত হয় যেন স্বাভাবিক বৃষ্টি -খরা।
কিছু কিছু দূরত্ব বাড়তে থাকে অবিরাম
কিছু কিছু ঘনিষ্ঠতা সমুদ্রে হারায়
কিছুু হাত পড়ে থাকে অভিশাপ দেবার।

বসন্ত গুলো চলে যায় উত্তপ্ত বালুকায়
বাতাস ঝরা পাতার শব্দ শোনায় নিরালা
চলে যায় স্বপ্ব গুলো
আশা এবং প্রত্যাশা
পূরণ-অপূরণ, চিহৃ বিচিহৃ
যতো বলা নাবলা ভাবনা,
চলে যায় ভেসে যায়
সমস্ত ব্যাথা-বেদনা।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “চলে যায়

Comments are closed.