এখনই সময়

এখনই সময়
– এম.এম. হাওলাদার

ঘাত-প্রতিঘাতে ,
প্রতিটি আঘাতে
কত হবে দুর্বল ?

এখনই সময় –
দূর করে ভয়
দ্রোহের মিছিলে চল !

রক্তের নদী ,
লাশের পাহাড়
আর কত প্রাণ যাবে ?

এখনই সময় –
পাল্টা আঘাতে
রুখে দাঁড়াতে হবে !

আর কত লাশ ,
মৃত্যু মিছিল
রক্তের হোলি খেলা ?

এখনই সময় –
হোক প্রতিরোধ
বয়ে যায় রাঙা বেলা !

প্রতিহিংসা ,
মৃত্যুপুরীতে
আর কত হবে বলি ?

এখনই সময় –
প্রতিশোধ নিতে
রক্ত উঠুক জ্বলি !

আর কত শোক ,
প্রতিবাদ হোক
নিশ্চুপ কেন প্রাণ ?

এখনই সময় –
প্রচারিত হোক
বিদ্রোহের আহবান !

0.00 avg. rating (0% score) - 0 votes