তাহলে কেমন হতো যদি

আকাশটা যদি রঙীন হত,
গাছের পাতা হত কালো,
জোছনা রাতি সবুজ হলে
তাহলে হত বড় ভালো।

আকাশটা যদি পড়ত ভেঙে
এই বিশাল বসুন্ধরা মাঝে,
দিনের আলো ফুটতো যদি
লাল গোলাপ ফুলের গাছে।

তটিনী হয়ে বইতো যদি
ধরায় লাল আগুনের ধারা,
সাগরের জলে ভাসত যদি
চন্দ্র, সূর্য, লক্ষ কোটি তারা।

তাহলে কেমন হতো যদি,
না হতো দিন আর রাত,
রাতের আকাশে উঠত সূর্য
বা হতো না কভু প্রভাত।

তাহলে কেমন হতো যদি
মানুষের থাকত দুটি ডানা,
পাখিদেরও বাইক চালাতে
কভু করত না কেউ মানা।

তুহিন মেরুর বুকে যদি
বইতো বরফের কণা।
সাপগুলো ডানা পেয়ে উড়ত
মেলে দিয়ে সহস্র ফণা।

নদীর জলে কাটত সাঁতার
যদি সহস্র কোটি ভ্রমর,
তাহলে কেমন হত যদি
মানুষ হত চির অমর।

0.00 avg. rating (0% score) - 0 votes