আয়নাতে ঐ মুখ দেখবে যখন
কপালের ঐ আওরানো টীপ চোখেতে পড়বে তখন,
কে আবার নতুন করে পরিয়ে
দেবে ভাবতেই তা খুশিতে ভরে যাবে তোমার মন ।
আয়নাতে ঐ মুখ দেখবে যখন
পাপড়ির মত ভেজা ঐ ঠোঁট চোখে পড়বে তখন,
কে আবার পলাশ রঙে রাঙিয়ে
দেবে ভাবতেই তা খুশিতে ভরে যাবে তোমার মন ।
ভোরের কুয়াশায় হাঁটবে যখন
তোমার পায়ের আলতার লাল রঙ ধুয়ে যাবে তখন,
কে আবার ঐ দুটিপা রাঙিয়ে
দেবে শুধু ভাবতেই খুশিতে ভরে যাবে তোমার মন ।
বিকেলের বাতাসে হাঁটবে যখন
পড়নের শাড়ীর আঁচল খুলে খুলে যায় যদি তখন,
কে আবার পড়িয়ে দেবে সেটা
যত্নে শুধু ভাবতেই খুশীতে ভরে যাবে তোমার মন ।
শফিক তপন
৩রা বৈশাখ ১৪২৩, ১৬-৪-২০১৬
ক্যানবেরা, অস্ট্রেলিয়া ।