আলো-আঁধার

“” আলো-আঁধার “”
__________জাহিদ আরেফিন
কেন দিয়ে ডাক, না ফেরো এপার
নির্বাক চেয়ে থাকি,
না বুঝি তোমায়, না বুঝি মন
বুঝার কি আর বাকি।
ঘরে জ্বালো বাতি আবার নিভাও তুমি
কি কারনে শুনি,
মালা গাঁথো আবার তা ফেলো ছিড়ে
এক দুই যাও গুনি।
বাসো যদি তবে আড়ালে কেন
আঁখি মাঝে বসো,
কাঁদো কেন আবার কেনই তুমি
কি যাতনে হাসো।
ধরবে হাত তবে দেরি কেন সখি
হৃদয় ভাঙো গানে,
চাও যে আমায় আবার ফিরাও নয়ন
অজানা কোন বানে।
প্রেম না বুঝি, মায়া না বুঝি
আবার ঘৃনাও নয়,
পাশে পাই আবার দূরে তুমি
তাই হারানোর ভয়।
কেমন প্রেম দিলে গো মনে
না বুঝি তোমার চাওয়া,
হাত ছুঁয়ে যাও আড়াল হতে
হয়নি আজো পাওয়া।
আমি কাটাবো সকল ভয়
এসো তবে গানেগানে,
ফিরে যেতে আজ মানা গো তোমার
মিশে যেতে মোর প্রাণে।
ভাঙা ঘরে তুমি চাঁদের আলো
হৃদয় মাঝে বসো,
নিভাও তোমার সকল দুঃখ- ব্যথা
এবার মিষ্টি করে হাসো।

0.00 avg. rating (0% score) - 0 votes