মনের দ্বিধায় খুঁজে ফিরি
হারিয়ে যাওয়া মানিক ঝাঁকে।
কোথায় গেলে পাবো তারে
নকল ছেড়ে আসলটাকে॥
সুয্যিমামার আবির্ভাবে
হয় যে নতুন দিনের শুরু।
কি আর হবে আগামীতে
বুক যে করে দুরু দুরু॥
এদিক ওদিক যেদিকেই যাই
বশ্ মানে না আমার মন।
লক্ষ্য আমার একটাই যে
খুঁজে নিতে গুপ্তধন॥
বিদ্যামায়ের আরাধনায়
ভাবতে থাকি সারাদিন ।
ব্যর্থ হওয়া সকল চেষ্টা
খুঁজতে চাওয়া আলাদিন॥
দুপুরবেলায় ব্যস্ত হয়ে
মায়ের কোলে খুঁজতে থাকি।
অস্তিত্বের জানান দিয়েই
যায় সে চলে দিয়ে ফাঁকি॥
সন্ধ্যে হতেই হন্যে হয়ে
এধার ওধার খুঁজে ফিরি।
চঞ্চলতায় ভরে প্রাণ
মন মানে না কোন দেরি॥
রাতের গহন আঁধারেতে
চোখের পাতা আসে বুজে।
সকাল হতে সন্ধ্যে শুধু
মন পেতে চায় তারে খুঁজে॥
সারাটা দিন ভাবতে থাকি
চাওয়া পাওয়ার হিসাবটাকে।
মন্দ! ভালো! ভালোবাসা!
কি যে চাই? জানি না যে॥
*******